Madinar Kafela Media

About Madinar Kafela Media

Please follow this page for Islamic posts, videos and dua's

Jazakumullahu Khair

Madinar Kafela Media Description

Please follow this page for Islamic posts, videos and dua's

Jazakallahu Khair

Reviews

User

আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন
আনজুমানে আল ইসলাহ ইউকে, গ্রেটার লন্ডন ডিভিশনের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে গত ১৬ ফেব্রুয়ারী (২০২০) রবিবার। পূর্ব লন্ডনের দারুল হাদিস লতিফিয়া হলে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা হাফিজ কয়েছ উজ-জামান। জেনারেল সেক্রেটারী মাওলানা মো: আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবু বকর মোহাম্মদ সিদ্দিক। নাশিদ পরিবেশন করেন ক্বার...ী আব্দুল মুহিত। এরপর সভায় বিগত বছরের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন জেনারেল সেক্রেটারী মাওলানা মো: আব্দুল কুদ্দুছ। আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মো: ছদরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি মো: নজমুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারী জেনারেল হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সভাপতি হযরত মাওলানা মুফতি ইলিয়াছ হোসেইন, লতিফিয়া উলামা সোসাইটি ইউকের সভাপতি হযরত মাওলানা শেহাব উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস ব্রাঞ্চের প্রেসিডেন্ট মাওলানা মুসলেহ উদ্দিন, নিউহাম ব্রাঞ্চের জেনারেল সেক্রেটারী মাওলানা ইনামুল হক, সাউথ লন্ডন ব্রাঞ্চের প্রেসিডেন্ট মাওলানা হাফিজ আনোয়ার হোসেন, কেমডেন এন্ড ইজলিংটন ব্রাঞ্চের প্রেসিডেন্ট আলহাজ্ব রাফিকুল ইসলাম রেনু, আল ইসলাহ নর্থ ইস্ট লন্ডন ব্রাঞ্চের প্রেসিডেন্ট মাওলানা হাফিজ ওয়াহিদ সিরাজী, এনফিল্ড ব্রাঞ্চের প্রেসিডেন্ট শাওকাত আহমদ খোরেশী, সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সেলিম উদ্দিন, মোহাম্মদ দিলোয়ার হোসেন, মোহাম্মদ তোফাজ্জুল আলী, হাফিজ হাবিবুর রহমান, ক্বারী গোলাম আজম, আলহাজ্ব মখলুছুর রহমান, আলহাজ্ব ফয়সল আহমদ, আব্দুল লতিফ লছনু, মাওলানা মিফতাউজ্জামান তালুকদার, ক্বারী আলী আখতার, হাফিজ মুসলিম উদ্দিন, আলহাজ্ব বজলুর রহমান, জিয়াউল ইসলাম গজনবী, হাফিজ আবুল কালাম, ক্বারী নুরুল ইসলাম, মবশ্বির আলী, আবুল হাসান, আলহাজ্ব আব্দুল মন্নান, ক্বারী শাহেদ আহমদ, মাওলানা মিসবাহ উদ্দিন, ক্বারী শাহেদ আহমদ, মাওলানা নিজাম উদ্দিন, ক্বারী সুফিয়ান বিল্লাহ, মাওলানা আব্দুল বাতিন লতিফি, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আনজুমানে আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও মোহাম্মদ বদরুল ইসলাম। এতে প্রেসিডেন্ট হাফিজ মাওলানা কয়েছ উজ জামান, ভাইস প্রেসিডেন্ট মাওলানা মো: আব্দুল কুদ্দুছ, জেনারেল সেক্রেটারী মুহাম্মদ ছদরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুসলেহ উদ্দিন, ট্রেজারার নজরুল ইসলাম গজনবীকে নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। পরিশেষে যুক্তরাজ্যে ও বাংলাদেশে যারা ইন্তেকাল করেছেন ও অসুস্থদের জন্য বিশেষ করে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর সভাপতি ছাহেব জাদা হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সুস্থতার জন্য দোয়া করা হয়। উল্লেখ্য আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের অধিনে ৯টি ব্রাঞ্চ, ৬টি ইউনিট ও প্রায় ৫শতাদিক সদস্য রয়েছেন।
See More

User

https://youtu.be/odx7dexTZaU

User

বিনা-অজুতে কুরআন মাজীদ স্পর্শ করা যাবে কি না?
গতকাল রাতে একজন দ্বীনী ভাই একটি ভিডিও পাঠিয়ে সে ব্যাপারে আমার চিন্তাধারা জানতে চেয়েছেন। ভিডিওতে দেখলাম বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা মুফতি আমীর হামজা সাহেব বলেছেন পবিত্র কুরআন স্পর্শ করতে অজু করতে হবে না, বরং বিনা অজুতেও কুরআন স্পর্শ করা যাবে।
বিষয়টা যেহেতু সামনে এসেছে সেহেতু বিষয় সংশ্লিষ্ট আরো কিছু বিষয় সহ এটা সম্পর্কে আলোকপাত করছি ইনশাআল্লাহ-
...Con tinue Reading

User

যার নাম শূনলে কলিজা টান্ডা হয়ে যায় তিনি হলেন মোহাম্মাদুর রাসূলাল্লাহ (সা:)যার নাম শূনলে কলিজা টান্ডা হয়ে যায় তিনি হলেন মোহাম্মাদুর রাসূলাল্লাহ (সা:)

User

নবীজির কন্ঠে কুরআন তেলোয়াত এতই সুন্দর ছিল' যে আবু জাহেল ও লুকিয়ে লুকিয়ে শুনতো সুবহানআল্লাহন� �ীজির কন্ঠে কুরআন তেলোয়াত এতই সুন্দর ছিল' যে আবু জাহেল ও লুকিয়ে লুকিয়ে শুনতো সুবহানআল্লাহ

User

ভ্যালেন্টাইন ডে নামক বিশ্ব বেহায়াপনা দিবসকে ইসলাম আদৌ সমর্থন করে না।। We shouldn't Celebrate the Valentine's Day as we are MUSLIM.

User

ওয়াজ টি আপনি নিজে শুনবেন ও লাইক শেয়ার দিয়ে অন্যকে দেখার সু- যোগ করে দিন।

User

সবাইকে জানাই পবিত্র জুমআ মুবারক । দোয়া করি, মহান আল্লাহ পাক যেন পবিত্র জুমআ বারের উছিলায় সবাইকে ক্ষমা করে দেন।। আমীন

User

লাইভ শো এর মাধ্যমে হাফিয হাবীব সাইফী মাদানী এর উপস্থাপনায় দৈনন্দিন জীবন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের ইসলামের আলোকে উত্তর প্রদান করছেন ইসলামিক স্কলার মুফতি ওয়ালিদ আল হামিদী আল মাদানী।

User

🛑সম্প্রতি চীনের হুয়েই প্রদেশের উহান শহরে সেখানকার কিছু বাসিন্দাদের মধ্যে "নোবেল করোনা" নামক এক ভাইরাস রোগ দেখা দিয়েছে এবং সময় অতিক্রমের সাথে আথে আক্রান্ত মানুষের সংখ্যা এবং স্থানের পরিধি বাড়ছে। চীনের সীমানা পেরিয়ে দশের অধিক দেশে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এশিয়ার মধ্যে ভারত শ্রীলঙ্কা এবং নেপালে এই ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়ায় বাংলাদেশেও এটার প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের উল্লেখযোগ্য সকল এয়ারপোর্টে চীন থেকে আশা মানুষদের স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা ...হচ্ছে।
বিশেষজ্ঞগণ এটাকে এ সময়ের সর্ববৃহৎ মহামারী হিসেবে আখ্যায়িত করেছেন। চীন সরকার এটার ব্যাপারে ইমারজেন্সী রেড এলার্ট জারী করেছে। এই ভাইরাসকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে মারা যেতে পারে কোটি কোটি মানুষ। কারণ এই ভাইরাস দূর করার জন্য যে ভেকসিন বা মেডিসিন প্রয়োজন সেটা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি।
🛑ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী 'করোনা' ভাইরাস বা এরকম মহামারী আসার কারণ কী? ভীতিকর এ পরিবেশে করণীয় কী? এ ব্যাপারে হাফিয হাবীব সাইফী মাদানীর পরিচালনা ও "Madinar Kafela Media" এর পরিবেশনায় সংক্ষেপে তাত্ত্বিক চমকপ্রদ আলোচনা করেছেন ইসলামিক স্কলার মুফতি ওয়ালিদ আল হামিদী আল মাদানী।
🎤শুনুন। জানুন। আমল করুন। শেয়ার করে দাওয়াহ'র কাজে সহযোগী হোন।
🛑ভিডিওটি HD কোয়ালিটিতে দেখতে নিম্নোক্ত লিঙ্কে ক্লিক করুন https://youtu.be/7Re8LuFdoC4
See More

User

করোনা ভাইরাস; কারণ ও করণীয় -------------------- [তথ্য ভিত্তিক লিখার চেষ্টা করেছি। আশাকরি পড়লে অজানা বিষয় জানার পাশাপাশি এটা থেকে বাঁচার পথও পেয়ে যাবেন। - ওয়ালিদ]
সম্প্রতি চীনের হুয়েই প্রদেশের ওয়াং শহরে সেখানকার কিছু বাসিন্দাদের মধ্যে "নোবেল করোনা" নামক এক ভাইরাস রোগ দেখা দিয়েছে এবং সময় অতিক্রমের সাথে আথে আক্রান্ত মানুষের সংখ্যা এবং স্থানের পরিধি বাড়ছে। চীনের সীমানা পেরিয়ে দশের অধিক দেশে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। বিশ্বের উল্লেখযোগ্য সকল এয়ারপোর্টে চীন থেকে আশা মা...
Continue Reading

User

https://youtu.be/GiIeB9puoME

User

Previous Class completion & Student's inspirational Program Arranged by Shahparan central mosque Oldham.

User

আমরা প্রয়োজনে অপ্রয়োজনে কত ধরনের কথাই তো বলে থাকি। সমাজে সংঘটিত হওয়া বেশিরভাগ পাপ এবং গর্হিত কাজের কারণ 'কথা'। আবার শ্রুতি মধুর কথার মাধ্যমে শত্রুকেও আপন করে নেয়া যায়। এই 'কথা' সম্পর্কে কুরআনের নির্দেশনা কী? আমাদের কথা বলার পদ্ধতি কেমন হবে? এ ব্যাপারে সংক্ষেপে তাত্ত্বিক চমকপ্রদ আলোচনা করেছেন ইয়াং স্কলার মুফতি ওয়ালিদ আল হামিদী আল মাদানী। চলুন জেনে নেয়া যাক...
ভিডিওটি শেয়ার করে দাওয়াহ'র কাজে সহযোগী হোন।
ভিডিওটি HD কোয়ালিটিতে দেখতে নিম্নোক্ত লিঙ্কে ক্লিক করুন https://youtu.be/X52zU2t87qk

More about Madinar Kafela Media

Madinar Kafela Media is located at Oldham, United Kingdom
+8801660032153