Muslim, مسلم ,মুসলিম

About Muslim, مسلم ,মুসলিম

Education Website

Muslim, مسلم ,মুসলিম Description

Education Website

Reviews

User

✍অবসরে বেশি বেশি তওবা করি!
আল্লাহ তায়ালা বলেছেন,,
যখনি কোনো কাজ থেকে অবসর পাও, তখনি নিবেদিত হও, তোমার প্রভুকে পাওয়ার জন্য তাঁর দিকে ফিরে যাও"- সূরা আল ইনশিরাহ!... ___ Abdul Kader Manik
See More

User

#করোনা_মহামারীত ে_মসজিদে_নামাজ_� ��িয়ে_মিসর_আল_আজ� �ারের_ফতোয়া
বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বর্তমান পরিস্থিতিতে মসজিদে নামাজের জামাত ও জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ রাখা যাবে বলে মত দিয়েছেন মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়� �র ফতোয়া বোর্ড।করোনাভা� �রাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়ায় গুরুত্বপূর্ণ এ ফতোয়াটি জারি করা হয়েছে।
পাকিস্তানের রাষ্ট্রপতি ডা. আরিফ আলভি দেশটিতে নিযুক্ত মিসরীয় রাষ্ট্রদূতের মাধ্যমে আল আজহার বিশ্ববিদ্যায়� �র প্রধান ও দেশটির গ্রান্...ড মুফতি ড. আহমাদ তাইয়্যেবের কাছে এ বিষয়ে পরামর্শ চান।চলমান ভয়াবহ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর করণীয় কী হবে, তারা মসজিদে গিয়ে জামায়াতে নামাজ পড়বে কি পড়বে না, এ সম্পর্কে একটি ফতোয়া জারি করার আবেদন জানিয়ে ছিলেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়� �ির উচ্চপদস্থ বিজ্ঞ আলেমরা করোনাভাইরাস সম্পর্কিত এ ফতোয়াটি জারি করেন। আল-আজহারের জারি করা ফতোয়ায় বলা হয়, করোনাভাইরাস গোটা পৃথিবীতে খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। পর্যুদস্ত করে দিচ্ছে প্রতিটি দেশকে। অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে এই ভাইরাসে। আক্রান্তের সংখ্যাও কম নয়।
ইসলামী আইনের অন্যতম একটি উদ্দেশ্য হল, মানুষের জীবন বাঁচানো এবং যাবতীয় বিপদাপদ থেকে সবাইকে রক্ষা করা। এই বৃহৎ লক্ষকে সামনে রেখেই প্রতিটি মুসলিম দেশের রাষ্ট্রীয় কর্মকর্তাদের মসজিদে সম্মিলিত নামাজ আদায় এবং জুমার নামাজের ব্যাপারে বিধিনিষেধ আরোপের অনুমতি রয়েছে।
সূত্র- দৈনিক যুগান্তর, ২৬ শে মার্চ ২০২০
See More

User

কোরোনা ভাইরাস এর আক্রমণ প্রতিহত করতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ টিপসঃ
১. ঘরে বেশ কিছুক্ষণ ধরে ফুটানো পানি প্রচুর পরিমানে পান করুন এবং সেই সাথে কিছুক্ষণ পর পর অল্প অল্প করে পানি পান করে গলা ভিজিয়ে রাখুন। এতে মুখ গহবরের ভেতর থাকা ভাইরাস পানির সাথে পাকস্থলীতে গিয়ে ওখানেই প্রাকৃতিক ভাবে ধবংস হয়ে যেতে পারে। ২. ঘরে লেবু মজুত করুন; এক জন প্রতি দিন দুটি করে লেবু এক গ্লাস পানিতে চিপরে অর্ধেক চা চামচ লবন মিশিয়ে পান করলে শরীর ভাইরাস প্রতিরোধক হয়ে উঠবে। ৩. কমলা লেবু সাথে সুল...ভ হলে খাওয়া যেতে পারে; তবে দুটো লেবু রোজ খেলে আর কমলা না খেলেও চলবে। ৪. প্রতি দিন একটি বা দুটি করে ভিটামিন সি ট্যাবলেট বা ভিটামিন সি সাপ্লিমেন্ট খাওয়া গেলে বারতি শক্তি আসবে। ৫. ঘরে খাঁটি মধু ও কালো জিরা থাকলে রোজ অল্প করে খান। বিশ্বের সেরা ঔষধ। ৬. জ্বর জ্বর ভাব হলে হাত গুটিয়ে বসে থাকবেন না! প্যারাসিটামল জাতীয় Accredited Medication ডাক্তারের পরামর্শ মোতাবেক চালিয়ে যান। ভুলেও ফ্রিজের ঠান্ডা পানি কেউই খাবেন না। কারণ একটি আরেকটিকে ডেকে আনবে। ৭. বাইরে সহজে বের হবেন না। কারণ কোরোনা আক্রান্ত ব্যক্তির কাশি থেকে উৎক্ষিপ্ত ভাইরাস বাতাসে ভাসতে পারে। ওটা আপনি ভেতরে ঢোকালে এই ভাইরাস ধরে বসতে পারে। ইউটিউবের অতি বুদ্ধিজীবীদের সব পরামর্শ বিশ্বাস করবেন না! কারণ তারা অনেকেই না বুঝে, না প্রমাণ পেয়ে, অন্যের কাছ থেকে শুনে বহু বার বলেছেন- এই ভাইরাস নাকি বাতাসে ভাসতে পারে না! এখনো ঠিক মত গবেষণাই হয় নাই- উনারা জানলেন কী করে?????
সেই সাথে প্রতি দিন দুই বার করে এক গ্লাস কুসুমের চেয়ে বেশী গরম পানির মধ্যে একটু লবন মিশিয়ে গারগল করলে গলায় প্রথম তিন চার দিনের জন্য জমে থাকা কোভিড-১৯ এর পঞ্চাশ ভাগই গরম পানির কারণে মরে যেতে পারে। - সব শেষে মহামারী সম্পর্কে রাসূল সাঃ এঁর শিখিয়ে দেয়া প্রার্থনা শ্রেষ্ঠ ঔষধ হিসেবে বিবেচিতঃ
"আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি,ওয়াল ঝুনুনি,ওয়াল জুঝামি, ওয়ামিন সাইয়্যিল আসকম।"
অর্থাৎ, "হে আল্লাহ! আমরা আপনার নিকট ধবল, কুষ্ঠ ও উন্মাদনাসহ সকল প্রকার দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই"!
আমীন।
কার্টেসি -নূর মোহাম্মদ খান
See More

More about Muslim, مسلم ,মুসলিম

Muslim, مسلم ,মুসলিম is located at 46-92 Whitechapel Road,, E1 1JX London, United Kingdom
+8801970787664
http://www.facebook.com/KaderStrong