Surma News Group

Monday: 10:00 - 19:00
Tuesday: 10:00 - 19:00
Wednesday: 10:00 - 23:00
Thursday: 10:00 - 19:00
Friday: 10:00 - 19:00
Saturday: -
Sunday: -

About Surma News Group

Surma News Group, publishers of Britain's Highest circulated Bengali Newspaper. Part of the family that publishes Asiana Wedding Magazine.

Surma News Group Description

Surma News Group, publishers of Britain's Highest circulated Bengali Newspaper. Part of the family that publishes Asiana Wedding Magazine.

Reviews

User

মন্তব্যকথা: প্রবৃদ্ধিতে এগোচ্চেছ দেশ: পিছিয়ে পড়ছে বোধ ও মানবিকতায় সারওয়ার-ই আলম
বাষোট্টি বার পিছিয়েছে চাঞ্জল্যকর সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল করার তারিখ। কেন বার বার দায়িত্বপ্রাপ্� � পুলিশ কর্মকর্তা প্রতিবেদন দাখিলে ব্যর্থ হচ্ছেন সে বিষয়ে কারো কোন ব্যাখ্যা নেই। এখন উচ্চ আদালতও আর স্বপ্রণোদিত হন না। বুঝতে কষ্ট হয়না কোন শক্তিশালী মহলকে বাঁচাতে মরিয়া প্রশাসন। মামলার দায়িত্বপ্রাপ্� � কর্মকর্তাতো হুকুমের গোলাম মাত্র। একজন গোলামের দৌড় কতটুকুইবা থাকে। বেচারাকে উঠতে বললে ...
Continue Reading

User

মাতৃভাষা সমর্থনের জের লেবার থেকে সাসপেণ্ড দুই কাউন্সিলার
।। সুরমা প্রতিবেদন ।। লণ্ডন, ১৮ এপ্রিল - টাওয়ার হ্যামলেটসের বহুল আলোচিত কমিউনিটি ল্যাগুয়েজ সার্ভিসের বাজেট কাটের বিপক্ষে দাঁড়ানোর জেরে দল থেকে বহিষ্কার হয়েছেন দুই কাউন্সিলার। স্থানীয় লেবার পার্টির এই দুই কাউন্সিলার হচ্ছেন মাইলএণ্ড ওয়ার্ডের কাউন্সিলার হচ্ছেন পুরু মিয়া এবং সেইন্ট পিটার্স ওয়ার্ডের কাউন্সিলার গ্যাব্রিয়ালা সালভা ম্যাকালান। গত ২০ ফেব্রুয়ারি কাউন্সিলের অধিবেশনে তাঁরা বাজেটের উপর সংশোধনী প্রস্তাব উত্থাপনের চেষ...
Continue Reading

User

‘কোন’ কনভেনশন: ২০১৯ একটি সম্ভাবনাময় বাস্তবতা
।। স্মৃতি আজাদ ।। লণ্ডন, ১৭ এপ্রিল - ২৬ ও ২৭ ফেব্রুয়ারী ঢাকাস্থ হোটেল সোনারগাঁ-তে ‘কোন: কনভেনশন অব নন-রেসিডেন্ট বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স’ (অনাবাসী বাংলাদেশী প্রকৌশলীদের)-এর ঐতিহাসিক প্রথম সম্মেলন উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন।...
Continu e Reading

User

কাইয়ূম আবদুল্লাহ’র ছড়া মন যেখানে পড়ে থাকে
রোমান্টিক বেশ ছন্দ আছে ক্রিকেট এবং টেনিসে ... ভালোবাসার মানুষ থাকে ইতালীর ওই ভেনিসে।
ঘুম নিদ্রাহীন জেগে থাকা স্বপ্নের শহর লণ্ডনে অভিবাসীর বাড়ছে সংখ্যা ভাগ্যের রেখা খণ্ডনে।
সুখের আশায় মানুষগুলো মাথা গুঁজে শহরে শহরগুলো সচল থাকে গাড়ি-ঘোড়ার বহরে।
হাড়খাটুনি পরিশ্রমে শরীর ভেজা ঘামে মনটা তবু পড়ে থাকে ছায়াবিথীর গ্রামে।
See More

User

ঢাকার পথশিশুদের নিয়ে রয়েল আলবার্ট হলে শিশু-অপেরা
।। সুরমা প্রতিবেদন ।। লণ্ডন ১১ এপ্রিল - ঢাকার করাইল বস্তির শিশুদের নিয়ে গত ১৮ মার্চ লণ্ডনের রয়েল আলবার্ট হলে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্ম� � শিশুদের ওপেরা ‘ডেয়ার টু ড্রিম। অনুষ্ঠানটির সহায়তায় ছিল বৃটেনের ডিপার্টমেন্ট অব এডুকেশন এবং বৃটিশ আর্ট কাউন্সিল। পরিচালনায় ছিল বাকিংহামশ্যায়� �র মিউজিক ট্রাস্ট, গারসিংটন ওপেরা এবং রসেটো লাইফ। বাকিংহামশ্যায়� �রের ৩০টি প্রাইমারী স্কুলের শিশুদের নিয়ে প্রজেক্টটি তৈরি হয়। করাইল ঢাকার একটি বৃহৎ বস্তির ন...াম। গত বছর নবেম্বর মাসে যখন এ প্রজেক্ট তৈরির প্রস্তুতি চলে তখন ঢাকার করাইল এলাকার শিশুদের এর সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্যে উদ্যোক্তারা ঢাকায় যেতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশের কেউ তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেনি। এ কারণে বাধ্য হয়ে উদ্যোক্তারা স্কাইপের মাধ্যমে করাইল বস্তির শিশুদের অংশ গ্রহণের ব্যবস্থা করেন। অনেকগুলো কারণে ‘ডেয়ার টগ ড্রিম’ প্রজেক্ট নিয়ে উদ্যোক্তাদের মধ্যে যুগপৎ সীমাহীন উৎসাহ ও উৎকণ্ঠা ছিল। প্রথমতঃ ঢাকার একটি অবহেলিত বস্তি করাইল এলাকার পথশিশুদের এর সাথে জড়িত করা হয়েছে। দ্বিতীয়ত যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বোম হামলায় আহত ‘মাইস’ নামক একটি মেয়ে এতে অংশ নেয়। বোমা হামলার কারণে সে পুরোপুরি বধির হয়ে গেছে। তৃতীয়ত এর সাথে উগাণ্ডার কামপালা রিফিউজি ক্যাম্পের মেয়ে ‘ইউনিস’ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় অংশ নিয়েছে। ইউনিস দাঙ্গায় আক্রান্ত কঙ্গো থেকে পালিয়ে এসে উগা-ার রিফিউজি ক্যাম্পে বসবাস করছে। চতুর্থ এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এ প্রজেক্টের মূল থিম বা বিষয়বস্তু ছিল স্বপ্ন, ডেয়ার টু ড্রিম। উদ্যোক্তাদের উদ্দেশ্য ছিল এটা প্রমাণিত করা যে হাজারো বাঁধা-বিঘœ এবং সীমাহীন অসুবিধার মোকাবেলায় শিশুরা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে এবং সুন্দর স্বপ্ন বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারে। অনুষ্ঠান চলাকালে ১৮শ আসন বিশিষ্ট রয়েল আলবার্ট হল বিভিন্ন দেশের দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল। বিভিন্ন স্কুলের ষোল শ ছাত্রছাত্রী, তাদের অনেকের পিতামাতা ও সাধারণ দর্শক সেখানে উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাতটা থেকে প্রায় তিন ঘন্টা দীর্ঘ অনুষ্ঠানের মাঝে মাঝে দর্শকরা তুমুল করতালির মাধ্যমে অংশগ্রহণকারীদ� �র অভিনন্দিত করেন।
See More

User

ফারুক আহমদ চারণভূমি সৈয়দপুর: একটি পাঠপ্রতিক্রিয়� �
“নেড়া কাটি রয় ধান সাতশ’ ব্রাহ্মণ আতুয়াজান।”
...Cont inue Reading

User

জুলি বেগম ও তার দুই সন্তান হত্যা আসামীকে ভারত থেকে ফিরিয়ে আনলো ব্রিটেন
সুরমা প্রতিবেদন লণ্ডন, ১১ এপ্রিল - দীর্ঘ ১২ বছর পর জুলি বেগম এবং?তার দুই শিশু কন্যা সন্তান হত্যার বিচার শুরু হয়েছে। হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যাওয়া জুলি বেগমের সন্দেহভাজন ঘাতক স্বামীকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ব্রিটিশ পুলিশ। ২০০৬ সালের ডিসেম্বরে পূর্ব লণ্ডন, হোয়াইটচ্যাপেল� �র নেলসন স্ট্রিটের সংঘটিত লোমহর্ষক এই হত্যাকাণ্ড পুরো বাঙালি কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছিলো। কিন্তু হত্যা করেও শেষ রক্ষা হইনি ঘাতক স্বামী ...ও পাষাণ্ড পিতা আব্দুস শাকুরের। ভারতে পালিয়ে যাবার পর অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে ২০১২ সালে শাকুর সেখানে গ্রেফতার হন। ২০১৩ সাল থেকে তাকে বৃটেনে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। মেট পুলিশের দীর্ঘ প্রচেষ্টার পর সম্প্রতি তাকে লণ্ডনে নিয়ে আসা হয়। আনার পরই তাকে জুলি বেগম এবং দুই শিশু কন্যার হত্যার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গত ৬ এপ্রিল, শনিবার আব্দুস শুকুরকে লণ্ডনে নিয়ে আসা হয়েছে। পরদিন রোববার তাকে জুলি বেগম এবং দু শিশু কন্যা সন্তান হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়। সোমবার তাকে হাজির করা হয় বার্কিংসাইড ম্যাজিস্ট্রেই� � কোর্টে। ১০ এপ্রিল, বুধবার ৪৫ বছর বয়সী আব্দুস শুকুরকে ওহ্ব বেইলি কোর্টে হাজির করে তার বিরুদ্ধে স্ত্রী ও শিশু সন্তানদের হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। ওইদিন দুপুরে ওহ্ব বেইলি কোর্টে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কলের মাধ্যমে শাকুরকে পেন্টভিল কারাগার থেকে সংযুক্ত করা হয়। শুনানি শেষে বিচারক মার্ক কিউসি আগামী ২ অক্টোবর পরবর্তী শুনানি দিন ধার্য করেছেন। ২০০৬ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে পুর্ব লণ্ডনের নিউহাম টাউন হলের পেছনে নেলসন স্ট্রিটের নিজ ঘরে দুই কন্যা সন্তানসহ হত্যাকাণ্ডের শিকার হন ২৬ বছর বয়সী জুলি বেগম এবং ৬ ও ৫ বছরের দুই কন্যা সন্তান থানহা ও আনিকা। হত্যার পর তাদের মৃতদেহ বেডরুমে রেখে ঘরের দরজা বন্ধ করে পালিয়েছিলো ঘাতক। প্রায় এক মাস পর পুলিশ তাদের তাদের মৃহদেহ উদ্ধার করে। সপ্তাহ অনেক ধরে জুলি বেগমদের কোনো দেখা-সাক্ষাৎ পেয়ে আত“ীয়রাই পুলিশকে বিষয়টি অবহিত করেছিলেন। হত্যার পর থেকেই পলাতক ছিলেন জুলি ও তার সন্তানদের সন্দেহভাজন ঘাতক স্বামী আব্দুস শুকুর। তাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল মেট পুলিশ। দীর্ঘ ১২ বছর পর স্ত্রী এবং সন্তান হত্যার অভিযোগ পলাতক স্বামীকে ভারত থেকে ফিরিয়ে এনে আদালতে হাজির করেছে পুলিশ। ডেইলি মেইলকে মেট পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, স্ত্রী ও দুই কন্যাকে হত্যার দায়ে শাকুরের বিরুদ্ধে মামলা হয়েছে। হত্যার তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এদিকে, পুরো পরিবারকে হত্যার মতো নির্মম ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হত্যাকারীর উপযুক্ত শাস্তি পাওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন নিউহামের কাউন্সিলার রহিমা বেগম। সুরমার সাথে আলাপকালে তিনি বলেন, নিহত জুলি বেগমের বোনের সাথে তাঁর পরিচয় ছিলো এবং সেই বোনের কাছেই এই হৃদয়বিদারক ঘটনা জানতে পারেন। এছাড়া বাঙালি কমিউনিটিতে দিন দিন এধরনের ঘটনা বৃদ্ধিতেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। উল্লেখ্য, নিহত জুলি বেগমের বাংলাদেশের বাড়ি সিলেটের সুনামগঞ্জে বলে জানা গেছে। https://issuu.com/surmanews/docs/2123
See More

User

স্টেপনী গ্রীণ বয়েজ স্কুলকে মিক্সড স্কুল করার পরিকল্পনা অভিভাবকদের প্রতিবাদ
।। সুরমা প্রতিবেদন ।। লণ্ডন, ৪ এপ্রিল - বদলে যাচ্ছে স্টেপনী গ্রীণ বয়েজ স্কুল। আর তা হয়ে গেলে টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীরা নিজেদের পছন্দের অগ্রাধিকার হারাবে। কেউ চাইলে মিক্সড স্কুলে পড়াশুনা করতে পারবে কিন্তু না চাইলে তার কোনো পছন্দই থাকবে না। এই বাধ্যবাধকতাই অভিভাবদের শঙ্কিত করে তুলেছে। তারা স্টেপনী গ্রীণ বয়েজ স্কুলকে মিক্সড স্কুল না করার জন্য কর্তৃপক্ষের কাছে পরামর্শ দিয়েছেন। কিন্তু তাদের সে পরামর্শ... কোনো আমলে নেয়া হচ্ছে না। তাই টাওয়ার হ্যামলেটস বারার একমাত্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্টেপনী গ্রীণ বয়েজ স্কুলটি মিক্সড স্কুল করার প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্নভাবে প্রতিবাদ করার পাশাপাশি প্রাথমিক কর্মসূচী হিসেবে তারা ইতোমধ্যে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছেন। স্থানীয় স্টিফোর্ড সেণ্টারে দি কালেক্টিভ অব বাংলাদেশী স্কুল গভর্ণরস এবং প্যারেণ্টস এণ্ড কমিউনিটি একশন ফোরামের উদ্যোগে গত ২ এপ্রিল, মঙ্গলবার প্যারেণ্টস ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দি কালেক্টিভের চেয়ার ও উক্ত একশন ফোরামের কনভেনার শাহানুর আহমদ খান এবং পরিচালনা করেন জয়েণ্ট কনভেনার মোহাম্মদ জাকির হোসেম্বনি ও মাহফুজুর রহমান। কয়েকটি ধারাবাহিক মিটিং এর প্রেক্ষাপটে উক্ত সভায়ও প্যারেণ্টস ও কমিউনিটির নেতৃবৃন্দ স্কুলটিকে সিক্সড স্কুল করার কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। উপস্থিত মা-বাবা ও বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, এ ব্যাপারে পিতামাতা ও ছাত্রদের পছন্দকে স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। কারণ এটি তাদের অন্যতম অধিকার। উল্লেখ্য যে, স্কুল কর্তৃপক্ষ একাডেমী করার সময় আশ্বাস দিয়েছিলেন স্কুলটি একাডেমী কারলেও ভবিষ্যতে মিক্সড স্কূল করা হবে না। যদি স্কুলটিকে মিক্সড স্কুল করে ফেলা হয়, তাহলে অভিভাবকরা তাদের ছেলেদেরকে টাওয়ার হ্যামলেটসে বয়েজ স্কুলে পড়ানোর অধিকার থেকে বঞ্চিত হবেন। উক্ত শিক্ষা সংক্রান্ত কমিউনিটি ইস্যুতে পিতামাতা, কমিউনিটি নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন করার আহবনা জানিয়ে বক্তারা বলেন, আমাদের সন্তানদের জন্য আমাদের স্কুল, আমাদের দাবী, আমাদের চয়েজ মানতে হবে। স্কুলটিকে বয়েজ স্কুল হিসেবে বহাল রাখার পক্ষে এই কার্যক্রমের সফলতার জন্য কতকগুলো প্রস্তাব ও সিদ্ধান্ত সর্বসম্মতিক্র� �ে গ্রহণ করে সে প্রস্তাবানুযা� �ী ইতোমধ্যে স্বাক্ষর গ্রহণ অভিযান শুরু করা হয়েছে। প্রতিবাদ সভায় আলোচনায় অংশ নেন কমিউনিটির অন্যতম নেতা ও বো বেঙ্গলী এসোসিয়েশনের চেয়ার মো. আখলাকুর রহমান, আইটি কনসালটেণ্ট শাহ শাহান মাহমুদ, ব্রাইট টিউশনের মাহফুজুর রহমান, গভর্ণরস ও শিক্ষক জাকির হোসেইন, শিক্ষক ফাদহিল চৌধুরী, শিক্ষক দেলওয়ার হোসেইন, প্যারেণ্ট মিস হামিদা ইদ্রিস, প্যারেণ্টস ও কমিউনিটি এক্টিভিষ্ট আবদুল খালিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও প্যারেণ্টস আবদুল মুকিদ, ওয়ালিদ আহমদ চৌধুরী, আশরাফ চৌধুরী, মোহাম্মদ মোখতার হোসাইন, নূরুল ইসলাম, আসাব মিয়া, মো. সামসুননূর চৌধুরী প্রমুখ। https://issuu.com/surmanews/docs/2122
See More

User

ব্রেক্সিট: বিকল্প সব প্রস্তাব প্রত্যাখাত সমর্থনের শর্তে পদত্যাগে রাজি টেরিজা
।। সুরমা প্রতিবেদন ।। ২৮ মার্চ - ব্রেক্সিট ইস্যুতে সর্বশেষ বিকল্প প্রস্তাব এমপিদের দ্বারা প্রত্যাখাত হয়েছে। প্রধানমন্ত্রী� � নো ডিল চুক্তি বার বার প্রত্যাখাত হওয়ার পর বিষয়টি পুরো পার্লামেণ্টের নিয়ন্ত্রণে আসে। বিকল্প হিসেবে ৮টি প্রস্তাব পেশ করেন হাউস অব কমন্সের স্পীকার বারকো। কিন্তু সব প্রস্তাবই একে একে প্রত্যাখাত হয়েছে এমপিদের ভোটে। এমপিদের ভোটে যেমন হেরেছে নো-ডিল ব্রেক্সিটের প্রস্তাব তেমনি হেরেছে ইইউ...
Continue Reading

User

সৈয়দ হিলাল সাইফ-এর ছড়া পুড়‌ছে দেশ
পুড়ছে চোখ পুড়ছে কান পুড়ছে লোক পুড়ছে মান।
... পুড়ছে খর পুড়ছে কাঠ পুড়ছে ঘর পুড়ছে মাঠ।
পুড়ছে জমি পুড়ছে চাষা পুড়ছে দমি পুড়ছে আশা।
পুড়ছে গাড়ি পুড়ছে শিশু পুড়ছে বাড়ি পুড়ছে যিশু।
পুড়ছে রাত পুড়ছে দিন পুড়ছে হাত পুড়ছে বীণ।
পুড়ছে ভরা পুড়ছে ফাঁকা পুড়ছে ছড়া পুড়ছে ঢাকা।
পুড়ছে শহর পুড়ছে ধর্ম পুড়ছে বহর পুড়ছে কর্ম।
পুড়ছে কল পুড়ছে কলা পুড়ছে বল পুড়ছে গলা।
পুড়ছে বাতি পুড়ছে বেশ পুড়ছে জাতি পুড়ছে দেশ !
See More

User

অধ্যায়, বার্মিংহামের স্মরণসভায় বক্তারা আল মাহমুদ: বাংলা সাহিত্যের একক অভিযাত্রী
সুরমা প্রতিবেদন লণ্ডন, ২১ মার্চ - বাংলা সাহিত্যের অনেক কবির ভিড়ে, বিশেষ করে নাগরিক কবিদের মধ্য থেকে আল মাহমুদ ছিলেন আলাদা ও স্বতন্ত্র এক কবি সত্ত্বা। ৫০ এর দশকে যে ক’জন কবি বাংলা সাহিত্যের বাঁকবদলে ভূমিকা রেখেছিলেন তিনি ছিলেন তাদের অন্যতম। বিশেষ করে ৫০ এর দশক, যা ছিলো আমাদের সাহিত্যের মাইলফলক। মনে প্রাণে কবি ছিলেন সেই দশকের কবিরা আর আল মাহমুদ ছিলেন তাদের মধ্যে শেষ নক্ষত্র। তবে বিশ্বসাহিত্যে যতটুকু...
Continue Reading

User

লণ্ডন প্রবাসীর পরিবার অপহরণের শিকার ১০ দিনেও উদ্ধার করতে পারেনি বাংলাদেশ-পুলিশ< br> * কে এম আবু তাহের চৌধুরী * লণ্ডন, ১৪ মার্চ - বাংলাদেশে দীর্ঘদিন থেকে চলা গুম-অপহরণের ধারাবাহিকতায় এবার শিকার হয়েছেন এক লণ্ডন প্রবাসীর পুরো পরিবার। উক্ত প্রবাসী মহিলার মাতা-পিতা ও দুই বোনকে ঢাকা থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ তাদের উদ্ধার করতে পারেনি।... ঘটনার বিবরণে জানা যায়, গত ৪ মার্চ, সোমবার বিকেলে লণ্ডন প্রবাসী মমতাজ বেগমের পিতা-মাতা ও দুই বোনকে ঢাকার পশ্চিম নাখালপাড়ার বাসার সামনে থেকে কে বা কারা অপহরণ করে নিয়ে?যায়। অপহৃত ব্যক্তিরা হচ্ছেন - সোহরাব উদ্দিন ভূঁইয়া (৬৫), শায়লা বেগম (৫৫), শিউলি আখতার (৩৯) ও শায়লা আখতার (৩২)। এব্যাপারে তেজগাঁও থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার হচ্ছে ৬২৪। ঘটনার বিবরণে আরো জানা যায় যে, অপহৃত ব্যক্তিদের পশ্চিম নাখালপাড়া এলাকার ৪২৩ শাহীনবাগে নিজস্ব একটি বাসা রয়েছে। এ বাসায় একটি পরিবার ভাড়ায় থাকে। প্রতিবেশী ভাসার মালিক মাঝে মধ্যে ভাড়াটে পরিবারকে হয়রানী করে। ঘটনার দিন দুপুরে অপহৃত গৃহকর্তা সোহরাব উদ্দিন ভুঁইয়া রাজউকের আমিন, আরিফ নামক স্থানীয় থানার সাব ইন্সপেক্টর ও একজন সিপাইকে সাথে নিয়ে এ বাসার জরীপ কাজ চালান। জরীপ কাজ শেষে পশ্চিম নাখালপাড়ার বর্তমান বাসায় আসার পর গেইটের সামনে থেকে তাদের অপহরণ করা হয়। লণ্ডন প্রবাসী মমতাজ বেগম ও তাঁর স্বামী আলম পাটোয়ারী কান্নাজড়িত কণ্ঠে এ সুরমাকে বলেন, গত ৭ মার্চ, বৃহস্পতিবার তারা লণ্ডন থেকে ফোন করে পরিবারের কাউকে না পেয়ে অস্থির হয়ে ওঠেন। পরে তাদের মামা আব্দুস সালাম, আবুল কালাম ও আব্দুল কাদেরের সাথে ঢাকায় যোগাযোগ করলে এ অহরণের সংবাদ পান। জানা গেছে, পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারেনি। https://issuu.com/surmanews/docs/2119
See More

User

মন্তব্যকথা: পাগলা ঘোড়ার মতো ধেয়ে আসা ভীতি ... আহমদ ময়েজ
বিগত দুই দশক থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত যতো সব ঘটনা আমাদের রাজনৈতিক জীবনে ঘটছে সেসব ঘটনার কোনো পুুঙ্খানোপুঙ্� � বিশ্লেষণ নেই, বলা যাবে না। রাজনৈতিক হত্যাকাণ্ড থেকে শুরু করে ক্ষমতায় টিকে থাকার মারমুখী সংস্কৃতির প্রচুর ব্যাখ্যা বিশ্লেষণ, পর্যালোচনা, টক শো প্রতিদিন হচ্ছে। কিন্তু কোনো কিছুই কর্তৃত্ববাদীদ� �র টনক নড়াতে পারছে না। কেন? যেসব আলাপচারিতা, টকশ, নিবন্ধ রচনা লিপিবদ্ধ হচ্ছে তা কেবল নিরপক্ষতার আড়ালে নিজেদের গা বাঁচিয়ে বিশ...
Continue Reading

User

নাইফ ক্রাইম: সেনা সহায়তা চাইলেন পুলিশ কমিশনার * দুই মাসে ২০ খুন * সর্বোচ্চ নৃশংসতা লণ্ডনে
সুরমা প্রতিবেদন লণ্ডন, ৭ মার্চ - বৃটেনে নাইফ ক্রইম বা ছুরিকাঘাতের ঘটনা চরমে পৌঁছেছে। বিশেষ করে খুনের নগরিতে পরিণত হয়েছে লণ্ডন। মাত্র আট ঘন্টার ব্যবধানে ঘাতকের ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছেন পাঁচজন। চলতি বছর এ পর্যন্ত খুন হয়েছেন ২০ জন। এর মধ্যে নয়দিনে খুন হন ৬ জন। বেশির ভাগ খুনের ঘটনা ঘটেছে ছুরিকাঘাতে এবং সর্বোচ্চ সংখ্যক লণ্ডনে।...
Continue Reading

User

বিলেতের বহুল প্রচারিত সাপ্তাহিক সুরমার অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আমরা দেখে আসছি,

সুরমা তার সম্পাদকীয় নীতিতে নিরপেক্ষতায় বিশ্বাস করে না। সত্যমিথ্যার পার্থক্য নির্ণয়, কোনো দলীয় ভাবধারা নয় বরং রাজনৈতিক দর্শনকেই সুরমা প্রাধান্য দিয়ে থাকে। বহু মত ও পথের প্রতি সুরমার অনন্ত যাত্রা।

User

I would like to tell you,please! deliver news and views always in facebook,which will helpful and knowing about your newspaper- as a writer,social-worker.because,always I work for people for long time to knowing peoples living-standard,their-life-cycle,culture, hiredity,and race of generstion to generation..... ,,,,

User

বিলেতের বহুল প্রচারিত সাপ্তাহিক সুরমার অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আমরা দেখে আসছি,

সুরমা তার সম্পাদকীয় নীতিতে নিরপেক্ষতায় বিশ্বাস করে না। সত্যমিথ্যার পার্থক্য নির্ণয়, কোনো দলীয় ভাবধারা নয় বরং রাজনৈতিক দর্শনকেই সুরমা প্রাধান্য দিয়ে থাকে। বহু মত ও পথের প্রতি সুরমার অনন্ত যাত্রা।

User

I would like to tell you,please! deliver news and views always in facebook,which will helpful and knowing about your newspaper- as a writer,social-worker.because,always I work for people for long time to knowing peoples living-standard,their-life-cycle,culture, hiredity,and race of generstion to generation..... ,,,,

More about Surma News Group

Surma News Group is located at S6, The Whitechapel Centre, 85 Myrdle Street, E1 1HL London, United Kingdom
02073779787
Monday: 10:00 - 19:00
Tuesday: 10:00 - 19:00
Wednesday: 10:00 - 23:00
Thursday: 10:00 - 19:00
Friday: 10:00 - 19:00
Saturday: -
Sunday: -
http://www.surmanews.com