Islamic Channel- ইসলামিক চ্যানেল

About Islamic Channel- ইসলামিক চ্যানেল

কোরআন ও সহীহ হাদীসের বাণী প্রচার। মানবতার মুক্তির লক্ষ্য ইসলামের বাণী ছড়িয়ে দিন।

Reviews

User

অনুগ্রহ প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ,
আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। অথবা যে ব্যক্তি মানুষের প্রতি অকৃতজ্ঞ, সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ।
গ্রন্থঃ সুনান আবূ দাউদ (তাহকিককৃত) / অধ্যায়ঃ ৩৬/ শিষ্টাচার (كتاب الأدب) হাদিস নম্বরঃ ৪৮১১,

User

আল্লাহ্ আপনি ক্ষমা না করলে আমাদের আর যাওয়ার জায়গা নাই আল্লাহ্ । অনেক গুনাহ্ করেছি আল্লাহ্ ক্ষমা করে দিন ।।। আমিন______________ _________ ________

User

*আত্নীয়-স্বজন, দুঃস্থ, এবং আল্লাহর কাজে নিযুক্ত পথিকদের তাদের প্রাপ্য দিয়া দিও । (সূরা বনি ইসরাইল-২৬)*আত্ন� �য়-স্বজন, দুঃস্থ, এবং আল্লাহর কাজে নিযুক্ত পথিকদের তাদের প্রাপ্য দিয়া দিও । (সূরা বনি ইসরাইল-২৬)

User

"পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।"
__[সূরাঃ আলাকঃ - আয়াতঃ ০১]______________

User

কবরে আযাবের মুখ্য কারন কি ?___Sheikh Motiur Rahman Madani

User

শয়তানের আড্ডাখানা
বারা বিন আযেব (রাঃ) রাসূলুল্লাহ (ছাঃ) থেকে বর্ণনা করেন,وَسُئِلَ عَنِ الصَّلَاةِ فِيْ مَبَارِكِ الْإِبِلِ، فَقَالَ: لَا تُصَلُّوْا فِيْ مَبَارِكِ الْإِبِلِ، فَإِنَّهَا مِنَ الشَّيَاطِيْنِ ‘রাসূলুল্লাহ (ছাঃ)-কে জিজ্ঞেস করা হ’ল উটের আস্তাবলে ছালাত আদায় করা সম্পর্কে। তিনি সেখানে ছালাত আদায় করতে নিষেধ করেন। কেননা তা শয়তানের আড্ডাখানা’।[1]
সালমান ফারসী (রাঃ) হ’তে বর্ণিত। তিনি বলেন,لَا تَكُوْنَنَّ إِنِ اسْتَطَعْتَ، أَوَّلَ مَنْ يَدْخُلُ السُّوْقَ وَلَا آخِرَ مَنْ ...يَخْرُجُ مِنْهَا، فَإِنَّهَا مَعْرَكَةُ الشَّيْطَانِ، وَبِهَا يَنْصِبُ رَايَتَه- ‘তোমার যদি সম্ভব হয় তবে প্রথম বাজারে প্রবেশকারী হয়ো না এবং সেখান থেকে সর্বশেষ প্রস্থানকারী হয়ো না। কারণ বাজার শয়তানের আড্ডাস্থল। সেখানে সে স্বীয় ঝান্ডা গাড়ে’।[2]
সাঈদ ইবনে আবী সাঈদ আল-মাকবুরী তার পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি হাসান ইবনু আলী (রাঃ)-কে ছালাত রত অবস্থায় মাথার উপরাংশে চুল বাধার খোঁপা দেখে তার খোঁপা খুলে দেন। এতে তিনি রাগান্বিত হ’লে আবু রাফে‘ বলেন,
لَا تَغْضَبْ فَإِنِّيْ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ : ذَلِكَ كِفْلُ الشَّيْطَانِ يَعْنِيْ مَقْعَدَ الشَّيْطَانِ، يَعْنِيْ مَغْرَزَ ضَفْرِهِ-
‘রাগান্বিত হবেন না। কেননা আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলতে শুনেছি এটা শয়তানের আসন। অর্থাৎ পুরুষের মাথার উপরিভাগে চুলের খোঁপা বাধলে তা শয়তানের আড্ডাখানায় পরিণত হয়।[3]
রাসূলুল্লাহ (ছাঃ) একদা বিছানা প্রসঙ্গে বলেন, একটি বিছানা নিজের জন্য, অপরটি স্ত্রীর জন্য, আরো একটি মেহমানদের জন্য হওয়া দরকার। আর চতুর্থ বিছানাটি শয়তানের জন্য’।[4] অতএব বুঝা যায়, অতিরিক্ত বিছানায় শয়তানের থাকার সুযোগ হয়।
[11]. আবু দাঊদ হা/১৮৪; ইরওয়া হা/১৭৬। [2]. মুসলিম হা/২৪৫১; রিয়াযুছ ছালেহীন হা/১৮৫১। [3]. আবুদাঊদ হা/৬৪৬; ছহীহাহ হা/২৩৮৬। [4]. আবু দাঊদ হা/৪১৪২, সনদ ছহীহ।
See More

User

ভাল কাজ তুচ্ছ হলেও আপনি তুচ্ছ মনে করতে পারবেন না, কেন জানেন ?___ Sheikh Salahuddin Ahmad.

User

পাপের জন্য ক্ষমা প্রস্তুত, যদি আপনি সঠিক সময়ে আল্লাহর কাছে চাইতে পারেন।___ Sheikh Salahuddin Ahmad

User

পুরুষ চারটি বিয়ে করতে পারে মহিলারা কেন নয়? -dr zakir naik

User

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥� �♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ মূসা ইবনু ইসমাঈল (রহঃ) ... সাফওয়ান ইবনু মুহরিয আল- মাযিনী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি ইবনু উমর (রাঃ) এর সাথে তাঁর হাত ধরে চলছিলাম। এ সময় এক ব্যাক্তি এসে বলল, কিয়ামতের দিন আল্লাহ তা’আলা ও তাঁর মু’মিন বান্দার একান্তে কথাবার্তা সম্পর্কে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি বলতে শুনেছেন? তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, আল্লাহ তা’আলা মু’মিন ব্যাক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এব...ং তার উপর স্বীয় আবরণ দ্বারা তাকে ঢেকে নিবেন। তারপর বলবেন, অমুক পাপের কথা কি তুমি জানো? তখন সে বলবে, হ্যাঁ, হে আমার প্রতিপালক। এভাবে তিনি তার কাছ থেকে তার পাপগুলো স্বীকার করিয়ে নিবেন। আর সে মনে করবে যে, তার ধ্বংস অনিবার্য। তখন আল্লাহ তা’আলা বলবেন, আমি পৃথিবীতে তোমার পাপ গোপন করে রেখেছিলাম। আর আজ আমি তা মাফ করে দিব। তারপর তার নেকের আমলনামা তাকে দেওয়া হবে। কিন্তু কাফির ও মুনাফিকদের সম্পর্কে স্বাক্ষীরা বলবে, এরাই তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছিল। সাবধান, জালিমদের উপর আল্লাহর লা’নত। সহীহ বুখারী (২২৭৯)
See More

User

🌿 তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর পূজা করে, যার কোন সনদ নাযিল করা হয়নি এবং সে সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই। বস্তুতঃ জালেমদের কোন সাহায্যকারী নেই।🌿 🌿 Surah Al-Haj [22:71]

User

🌿 🌿🌿হে লোক সকল! একটি উপমা বর্ণনা করা হলো, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোন; তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা কর, তারা কখনও একটি মাছি সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সকলে একত্রিত হয়। আর মাছি যদি তাদের কাছ থেকে কোন কিছু ছিনিয়ে নেয়, তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না, প্রার্থনাকারী ও যার কাছে প্রার্থনা করা হয়, উভয়েই শক্তিহীন। 🌿 🌿 Surah Al-Haj [22:73] 🌿 🌿 🌿 ... 🌿 🌿 🌿
See More

User

শিরক অতীতের সমস্ত নেকিকে ধ্বংস করে দেয়, এটাই তার ক্ষমতা___ Sheikh Abdur Razzak Bin Yousuf

User

দানের ফযীলত !
আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, এক ব্যক্তি একটি মাঠে অবস্থান করছিল। এমন সময় সে মেঘের মধ্যে একটি শব্দ শুনতে পেল : ‘অমুকের বাগানে পানি দাও’। অতঃপর মেঘমালা সেই দিকে সরে গেল এবং এক প্রস্তরময় স্থানে বৃষ্টি বর্ষণ করল। তখন দেখা গেল, সেখানকার নালাগুলির মধ্যে একটি নালা সমস্ত পানি নিজের মধ্যে ঢুকিয়ে নিল। তখন সে ব্যক্তি পানির দিকে এগিয়ে গেল এবং দেখল যে, এক ব্যক্তি তার বাগানে দাঁড়িয়ে সেচযন্ত্র দ্বারা পানি সেচ দিচ্ছে। তখন সে তাকে জিজ্ঞেস করল, হে আল্ল­া...হর বান্দা! তোমার নাম কি? ব্যক্তিটি জবাবে বলল, আমার নাম অমুক- যে নাম সে মেঘের মধ্যে শুনেছিল। তখন লোকটি বলল : হে আল্ল­াহর বান্দা! তুমি কেন আমার নাম জিজ্ঞেস করলে? সে বলল : এই পানি যেই মেঘের তার মধ্যে আমি একটি শব্দ শুনেছি যে, তোমার নাম করে বলা হয়েছে, অমুকের বাগানে পানি দাও! (হে আল্লাহর বান্দা, বল) তুমি তা দ্বারা কি কি কাজ কর? সে উত্তরে বলল, যখন তুমি এ কথা বললে তখন শুনো, এই বৃষ্টির পানিতে যা উৎপাদন হয়, তার প্রতি আমি দৃষ্টিপাত করি এবং তা ভাগ করি। এক ভাগ দান করি, একভাগ আমি ও আমার পরিবার খাই এবং অপর ভাগ জমিতে লাগাই (মুসলিম হা/২৯৮৪, মিশকাত হা/১৮৭৭ ‘যাকাত’ অধ্যায়, ‘দানের প্রশংসা ও কৃপণতার নিন্দা’ অনুচ্ছেদ)।
শিক্ষা : অভাবগ্রস্তদের� �ে দান করলে সম্পদ কমে যায় না; বরং বৃদ্ধিপ্রাপ্ত হয়।
See More

User

কুরবানীর ফযীলত ‘উযহিয়্যাহ’ কুরবানীর দিনসমূহে আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে যবেহ-যোগ্য উট, গরু, ছাগল বা ভেঁড়াকে বলা হয়। উক্ত শব্দটি ‘যুহা’ শব্দ থেকে গৃহীত যার অর্থ পূর্বাহ্ন। যেহেতু কুরবানী যবেহ করার উত্তম বা আফযল সময় হল ১০ই যুলহজ্জের (ঈদের দিনের) পূর্বাহ্নকাল। তাই ঐ সামঞ্জস্যের জন্য তাকে ‘উযহিয়্যাহ’ বলা হয়েছে। যাকে ‘যাহিয়্যাহ’ বা ‘আযহাহ’ও বলা হয়। আর ‘আযহাহ’ এর বহুবচন ‘আযহা’। যার সাথে সম্পর্ক জুড়ে ঈদের নাম হয়েছে ‘ঈদুল আযহা’। বলা বাহুল্য, ঈদুযযোহা কথাটি ঠিক নয়। কুরবানী শ...
Continue Reading

User

পৃথিবীর সবচেয়ে দামী সম্পদ কোনটি, জানেন কি ?___ Sheikh Abdur Razzak Bin Yousuf

User

আপনার আত্মসাৎ আছে মানেই নিশ্চিত জাহান্নাম___ Sheikh Abdur Razzak Bin Yousuf

User

রহিম রহমান রাজ্জাক .....এ ধরণের নামে ডাকা কি জায়েজ? ।। শাইখ আহনাদুল্লাহ

User

ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সাবধান!!মুফতি মনোয়ার হোসাইন!!!

User

খাবার খাওয়ার সুন্নাত পদ্দতি!!! Dr Khandaker Abdullah Jahangir

User

জাযাকাল্লাহু খাইর। আল্লাহ আমাদের আমল সমুহ কবুল করুন

User

আল্লাহ এর মাধ্যমে ঈমানওয়ালার ঈমান বৃদ্ধি করে দিক আর মুশরিকদের ইমান দিক এর সাথে নিযুক্ত ব্যক্তিকে সামর্থ বাড়ায় দিক

User

Supper page and click on it is not valid for sale in United Kingdom find the best price for the next few years ago and it is the first time in the UK and Ireland destinations only one I have been trying for your email address and telephone number or visit our website at least one of the most popular and a half day.

User

Its very helpful for doing strong my religious believe,,

User

Islam adalah umat yg penuh kasih sayang dan rasa cinta,dan akan sll ada kaum kafir yg akan menghancur kan umat islam sampai akhir zaman,ingat lah wahai sahabat,jika islam sudah musnah,k3hidupan dunia juga akan berakhir,,,,wallahu alam..

User

Doing great job, keep it up guys. May Allah bless all the persons on this page.

User

Assalamualaikum all. This page is very good page for Islamic news and videos.

User

"হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।" - [সূরা আল-ইমরান - ০৮]

More about Islamic Channel- ইসলামিক চ্যানেল

Islamic Channel- ইসলামিক চ্যানেল is located at 81 Plaistow grove, BR1 3PB Bromley, Bromley, United Kingdom
07451235174
https://www.youtube.com/watch?v=Eur4pdawknY