Anwar Shahjahan - আনোয়ার শাহজাহান

About Anwar Shahjahan - আনোয়ার শাহজাহান

Author & Journalist

Anwar Shahjahan - আনোয়ার শাহজাহান Description

UnitedNews24.com Editor-in-chief & banglalink.com Editor Anwar Shahjahan is an author and writer. He is the Founder of Anwar Shahjahan Primary School (Bangladesh), Golapganj Press Club (Sylhet), founder Chairman of SFUK Charity (UK) and Chairman & CEO of SHA Investments Ltd (UK), founder member of Golapganj Helping Hand (UK).

Reviews

User

বাংলাদেশ বইমেলা ২০১৮, লন্ডন
বইমেলা আমার কাছে সবসময় প্রাণের মেলা মনে হয়। এইমেলাকে ঘিরে আমাদের প্রাণ চঞ্চলতা বেড়ে যায়। সবার মতো আমিও উচ্ছ্বাসিত হই। আমাদের সংস্কৃতিতে মেলা মানেই মানুষে-মানুষে মিলন, আত্মার সংযোগ, আনন্দ উল্লাস, হৈ-হুল্লোড়। হোক সেটা বাংলাদেশ কিংবা বিশ্বের যে কোন শহরে।
লন্ডনে অনুষ্ঠিত বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব তেমনি এক আয়োজন। যাকে ঘিরে পুরো ব্রিটেনের লেখক- পাঠক -ক্রেতা এক অদৃশ্য সুতোয় গেঁথে বাধা। শুরুতে এর পরিধি সীমিত থাকলেও এখন এর চেহারা, চরিত্র প...ুরোপুরি বদলে গেছে। সামগ্রিক উন্নয়ন ঘটেছে এর কলেবরে। সংযুক্ত হয়েছেন পুরো কমিউনিটির বিশিষ্টজনেরা। সকলের অংশগ্রহণে বাংলাদেশ বইমেলা এখন আন্তর্জাতিক চরিত্র পেয়েছে। পুরো বিশ্ব থেকে মেলায় উপস্থিত হচ্ছেন লেখক, পাঠক ও ক্রেতারা।
২০১০ সাল থেকে বাংলা একাডেমি ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য-এর উদ্যোগে প্রথমে "বাংলা একাডেমি বইমেলা" এবং পরবর্তীতে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রনালয়ের অংশগ্রহণে "বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব" নামে সাতটি উৎসব উদযাপিত হয়ে আসছে। ফলশ্রুতিতে এই মেলা বা উৎসবকে কেন্দ্র করে সংগঠনের অর্জনও অনেক। ২০১১ সালে বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমির যুগান্তকারী পদক্ষেপ ছিল, "বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার"-এর প্রবর্তন। পরবর্তীতে প্রবাসী লেখকদের অনুরোধে এ নামটি পরিবর্তন করে ২০১৪ সালে পুরস্কারটির নামকরণ করা হয় "বাংলা একাডেমি সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার" যেটি এখনও অব্যাহত রয়েছে।
আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর রবি ও সোমবার দুদিনব্যাপী বই মেলার প্রথম দিনের অনুষ্ঠানমালায় রয়েছে দুপুর ১২টায় বইমেলার উদ্বোধন। তারপর একে একে আলোচনা সভা, কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এ বছর প্রথমবারের মত "আবদুল মতিন সাহিত্য পুরস্কার" ও "তাসাদ্দুক আহমদ সৃজনশীল শিল্প পুরস্কার" প্রদান করা হবে।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালায় রয়েছে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছর মেলায় বাংলাদেশের ১৫টি খ্যাতিমান প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আসছেন কবি আসাদ মান্নান, রেডিও বাংলাদেশ ও বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট সঙ্গীতশিল্পী নাজমা মান্নানসহ বিশিষ্টজন। এছাড়া আমেরিকা, কানাডা ও জার্মান থেকে আসছেন অনেক কবি ও সাহিত্যিকরা।
৮ম বাংলাদেশে বইমেলায় যে সব প্রকাশনা সংস্থার স্টল থাকবে সে গুলো হল, আগামী প্রকাশনী, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, নালন্দা প্রকাশনী, উৎস প্রকাশন, বইপত্র প্রকাশন, জাগৃতি প্রকাশনী, অনন্যা প্রকাশনী, প্রান্থ প্রকাশনী, রামন পাবলিশার্স, শব্দশৈলী, আনিন্দ প্রকাশন, দ্য ইউনিভার্সিটি একাডেমি, পরিজাত প্রকাশনী, বাসিয়া প্রকাশনী, পাণ্ডুলিপি প্রকাশন এবং অনার্য প্রকাশনী। এছাড়াও আরো থাকছে ব্রিটেনের বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল।
একথা বলতে দ্বিধা নেই যে, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও ব্রিটেনে কমিউনিটির লেখক, সাংবাদিক ও এক্টিভিষ্টদের সাহায্য সহযোগিতা এবছর মেলা অনুষ্ঠিত হচ্ছে।বিলেতের প্রায় প্রতিটি টিভি চ্যানেল ও সংবাদপত্র বিনামূল্যে বাংলাদেশ বইমেলার বিজ্ঞাপন ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করছে। তাই এই আয়োজনের কৃতিত্বের বিরাট অংশের দাবিদার অবশ্যই আমাদের মিডিয়া হাউজ, সাহিত্যসংস্কৃ� �িমোদী ও কমিউনিটির বিশিষ্টজনরা। আমাদের এই আয়োজনে সুন্দর-সমৃদ্ধ হোক এই প্রত্যাশা রাখি।
||
আনোয়ার শাহজাহান আহবায়ক (প্রচার উপপরিষদ), ৮ম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮ এবং প্রচার সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ (ইউকে)।
See More

User

আগামী ফেব্রুয়ারিতে আসছে নতুন অনলাইন চ্যানেল জালালাবাদ টিভি
বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য এবার আসছে নতুন একটি অনলাইন চ্যানেল। লন্ডন-বাংলাদেশ� ��র যৌথ বিনিয়োগে প্রস্তুতি নেয়া এই টেলিভিশনের নাম জালালাবাদ টিভি।
জালালাবাদ টিভি প্রবাসীদের সুখ-দুঃখ, কৃতিত্ব, সফলতা, সমস্যা-সম্ভাবন� ��, বাংলা ঐতিহ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পর্যটন শিল্পকে তুলে ধরা হবে। থাকবে সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত অনুষ্ঠানও।
... ইন্টারনেট নির্ভর এই টিভি চ্যানেল জালালাবাদ টিভি অ্যাপ ডাউনলোড করে দেখতে পারবেন। পাশাপাশি মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টেলিভিশন বা কম্পিউটার দিয়ে দেখতে পারবেন জালালাবাদ টিভির অনুষ্ঠান।
এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে যোগাযোগ করুন info@jalalabad.tv
See More

User

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় মাশা মডেল টাউন, ধারাবহর গোলাপগঞ্জ, সিলেট স্থাপিত ২০০৯ ইংরেজি।

User

চ্যানেল এস এর রিপোর্ট
সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ (ইউকে) আয়োজিত ৮ম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব সম্পর্কে সাংবাদিক সম্মেলন। ৯ সেপ্টেম্বর ২০১৮।

User

লন্ডন বইমেলায় পাওয়া যাবে।

User

৫২ বাংলা টিভি রিপোর্ট :
৮ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮ উপলক্ষে প্রস্তুতি সভা আনুষ্ঠিত।

User

বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরাম, জাপান আয়োজিত টোকিও বইমেলায় বইপত্র প্রকাশন এর স্টলে পাওয়া যাবে আমার বইগুলো। ---- ২ সেপ্টেম্বর, রোববার, ২০১৮ সকাল: ১০টা ~ রাত ৮টা। স্থান: ইতাবাশি গ্রীন হল, (অইয়ামা), টোকিও।... 板橋区栄町36-1
যাতায়াত: তবুতোজো লাইন। অইয়ামা স্টেশন। নর্থ অথবা সাউথ এক্সিট থেকে হেঁটে ৫ মিনিট।
অথবা, তোয়ে মিতা লাইন। ইতাবাশি কুয়াকুশোমায়ে স্টেশন, A3 এক্সিট থেকে হেঁটে ৫ মিনিট।
See More

User

http://amaderprotidin.com/?p=3768

User

৮ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮ উপলক্ষে প্রস্তুতি সভা আনুষ্ঠিত
সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ (ইউকে)র উদ্যেগে অনুষ্ঠিতব্য ‘৮ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮’ উপলক্ষে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গত ২৭ অগাস্ট, পূর্ব লন্ডনের ১০১ খ্রিস্টিয়ান স্ট্রিটে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানকে সফল করার জন্য কর্মকর্তাগণ তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
সভ...ায় লন্ডন ও বার্মিংহামের বিভিন্ন এলাকার তেইশটি সংগঠনের প্রতিনিধিদের মধ্যে পরামর্শমূলক বক্তৃতা করেন - এ কে এম আব্দুল্লাহ, এম মোসাহিদ খান, আনোয়ারুল ইসলাম অভি, আনোয়ার শাহজাহান, আরাফাত তানিম, নজরুল ইসলাম, মোস্তফা জামান নিপুন, জুয়েল রাজ, এস এম শামসুর রহমান, এম এ জামান, শাহ সোহেল আমিন, ফারাহ নাজ, ইংরেজ কবি স্টিফেন ওয়াট্স, রহমত আলী, মুহাম্মদ শরীফুজ্জামান, ময়নূর রহমান বাবুল, সাঈম চৌধুরী, গোলাম আকবর মুক্তা, নুরুল ইসলাম (ইসলাম), হামিদ মোহাম্মদ, সালাহউদ্দিন শাহিন, আবুল কালাম আজাদ ছোটন, মো. হাফিজুর রহমান প্রমুখ। সভায় সদস্য সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য যে, আগামী ২৩ এবং ২৪ সেপ্টেম্বর, পূর্ব লন্ডনের দ্য ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার, ১৯২-১৯৬ হ্যানবারি স্ট্রিট, লন্ডন ই১ ৫ এইচইউ, এই ঠিকানায় মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন। মেলায় যোগদানের জন্য বাংলাদেশের ১৫টি খ্যাতিমান প্রকাশনীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
See More

User

৮ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮ উপলক্ষে প্রস্তুতি সভা আনুষ্ঠিত
সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ (ইউকে)র উদ্যেগে অনুষ্ঠিতব্য ‘৮ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮’ উপলক্ষে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গত ২৭ অগাস্ট, পূর্ব লন্ডনের ১০১ খ্রিস্টিয়ান স্ট্রিটে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানকে সফল করার জন্য কর্মকর্তাগণ তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। সভ...ায় লন্ডন ও বার্মিংহামের বিভিন্ন এলাকার তেইশটি সংগঠনের প্রতিনিধিদের মধ্যে পরামর্শমূলক বক্তৃতা করেন - এ কে এম আব্দুল্লাহ, এম মোসাহিদ খান, আনোয়ারুল ইসলাম অভি, আরাফাত তানিম, নজরুল ইসলাম, মোস্তফা জামান নিপুন, জুয়েল রাজ, এস এম শামসুর রহমান, আনোয়ার শাহজাহান, এম এ জামান, শাহ সোহেল আমিন, ফারাহ নাজ, ইংরেজ কবি স্টিফেন ওয়াট্স, রহমত আলী, মুহাম্মদ শরীফুজ্জামান, ময়নূর রহমান বাবুল, সাঈম চৌধুরী, গোলাম আকবর মুক্তা, নুরুল ইসলাম (ইসলাম), হামিদ মোহাম্মদ, সালাহউদ্দিন শাহিন, আবুল কালাম আজাদ ছোটন, মো. হাফিজুর রহমান প্রমুখ। সভায় সদস্য সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য যে, আগামী ২৩ এবং ২৪ সেপ্টেম্বর, পূর্ব লন্ডনের দ্য ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার, ১৯২-১৯৬ হ্যানবারি স্ট্রিট, লন্ডন ই১ ৫ এইচইউ, এই ঠিকানায় মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন। মেলায় যোগদানের জন্য বাংলাদেশের ১৫টি খ্যাতিমান প্রকাশনীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
See More

User

স্বাধীনতাযুদ্� �ে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বই নিয়ে যে যা বলেছেন • • • • • •》》
স্বাধীনতাযুদ্� �ে রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদ� �র জীবনবৃত্তান্ত ও মুক্তিযুদ্ধে তাঁদের বীরত্বগাঁথা নিয়ে ৭৫৬ পৃষ্ঠায় দুটি খণ্ডে প্রকাশিত হয়েছে -"স্বাধীনতাযু� ��্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা" ;। বইটির প্রথম খন্ডে রয়েছে বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম ও বীরবিক্রম এবং দ্বিতীয়খণ্ডে বীরপ্রতীক মুক্তিযোদ্ধাদ� �র বীরত্বগাথা। ২০১৬ সালে একুশে বইমেলায় প্রথম খন্ডটি প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তার অর্জন করে। দ্বিত...
Continue Reading

User

আল্লাহর কাছে শুকরিয়া, সুস্থ এবং নিরাপদ ভাবে প্রায় ২১ দিন ফ্রান্সের বিভিন্ন শহর ভ্রমণ করে লন্ডনে এসে পৌঁছেছি। বাসায় এসেই ফুটন্ত সূর্যমুখী ফুলদেখে মনটা ভরে গেল। সেই সাথে গার্ডেনের কবুতর গুলো মনে হয়েছিল আমার জন্য অপেক্ষায় ছিল।
ফ্রান্সে অবস্থানকালে অনেক বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীর� � যে সাহায্য-সহযোগি� ��া করছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে।

User

Indian Alphabet.

User

ঈদ মোবারক
আলহামদুলিল্লা� �, ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের অবস্থিত ফ্রান্সের প্রথম মসজিদ এবং ইউরোপের মধ্যে তৃতীয় বৃহত্তম মসজিদ 'গ্রান্ড মস্ক দ্য পারিস (Grande Mosquée de Paris) মসজিদে পরিবার নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। নামাজ শেষে অন্তরঙ্গ ভাবে কথা হয় প্রধান ইমাম সহ ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের সাথে। অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী ও সৌহার্দ্যপূর্� � আচরণ করেছেন আমাদের সাথে।
...Continue Reading

User

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত পরিবার-পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীস� � বিশ্বের সকল মুসলমানদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ঈদের এই আনন্দ খুশীকে আমরা সকলের মাঝে ভাগাভাগি করে নেব। আগামী দিনগুলোতে সকলের জীবন ঈদের খুশিতে ভরে উঠুক এ প্রত্যাশা করি। আমি আশা করি ঈদের খুশির সঙ্গে আমাদের মধ্যে ঐক্য, সংহতি ও সমঝোতার সম্পর্ক বৃদ্ধি পাবে। মহান আল্লাহর কাছে সকলের জন্য সুখ-শান্তি, সমৃদ্ধি, কামনা করছি।
ঈদুল আজহার দিনে, আমার জন্য, আমার পরিবারের জন্য সকল...ের কাছে দোয়া প্রার্থী।
আমার কর্মময় জীবনে কারো সাথে কোন ভূল ত্রুটি, দুঃখ-কষ্ট প্রদান করলে ঈদ ঐ বিশেষ দিনে দয়া করে আমাকে ক্ষমা দিবেন। কারণ আল্লাহর সাথে জড়িত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাপ করে দিতে পারেন কিন্তুু বান্দার সাথে গুনাহ বান্দা যতক্ষন পর্যন্ত মাপ করে না দিবেন ততক্ষন পর্যন্ত আল্লাহও মাপ করে দিবেন না।
আমি আমার পরিবার-পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীস� � সকলের মঙ্গলকামনা করছি। আল্লাহ সকলের সহায় হোন।
আমিন।
See More

User

জাতীয়‌ শোক দিব‌সে আ‌নোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে আ‌লোচনা সভা
জাতীয় শোক দিবস উপল‌ক্ষে গোলাপগঞ্জ উপ‌জেলার আ‌নোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এক চিত্রাঙ্কন প্র‌তি‌যো‌গি� �া ও আ‌লোচনা সভার আ‌য়োজন করা হ‌য়ে‌ছে। বুধবার (১৫ আগস্ট) দুপু‌রে বিদ্যালয় মিলনায়ত‌নে অনু‌ষ্ঠিত আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন উপ‌জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান।
... ‌বিদ্যালয় প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি আ‌নোয়ার হুমায়ু‌নের সভাপ‌তি‌ত্বে ও সহকারী শিক্ষক আহবাব হো‌সে‌নের প‌রিচালনায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মিটু কান্তি দেব।
অন্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন বিদ্যাল‌য়ের প্রধান শি‌ক্ষিকা কা‌জি ইসম‌তি জাহান, সহকারী শিক্ষক শাহ‌রিয়ার হো‌সেন, লোপা বেগম, অভিভাবক শিউ‌লি মুরাদ,গীতা দেব, প্রমুখ।
প্রধান অ‌তি‌থি উপ‌জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, ১৯৭৫ সালে জাতির জনককে হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান বানানোর তৎপরতা শুরু হয়। সেসময় বঙ্গবন্ধুকে স্বপরিবারে খুন করার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে আপাতত ব্যহত করেছিল বটে। কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হয়নি। বর্তমানে তারই সন্তান দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ সমগ্র দেশজুড়ে জাতির পিতার লালিত স্বপ্ন 'সোনার বাংলা' গড়ে তোলার কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।
আ‌লোচনা সভা শে‌ষে চিত্রাঙ্কন প্র‌তিযো‌গিত� �য় ‌বিজয়ী‌দের হা‌তে পুরস্কার তু‌লে দেন অ‌তি‌থিবৃন্দ।

More about Anwar Shahjahan - আনোয়ার শাহজাহান

Anwar Shahjahan - আনোয়ার শাহজাহান is located at Kent, Kent, United Kingdom
http://www.AnwarShahjahan.com